ঈদে গো উইথ আশরাফুল আলমের বিশেষ গিভঅ্যাওয়ে

ঈদে গো উইথ আশরাফুল আলমের বিশেষ গিভঅ্যাওয়ে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২২, ২৪ মার্চ ২০২৫

জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম এবার ঈদ উপলক্ষে এক বিশেষ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগে সহযোগিতা করছে ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন, হোটেল দ্য কক্স টুডে, ঢাকা রিজেন্সি ও মিশন গ্রিন বাংলাদেশ। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে বিজয়ীদের জন্য থাকছে অভূতপূর্ব সব উপহার।

এই ক্যাম্পেইনের আওতায় কয়েকজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশনের সৌজন্যে রোমাঞ্চকর কাপল হেলিকপ্টার রাইড। এছাড়া, কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে ২ রাত, ৩ দিনের স্টে উপভোগ করার সুযোগ থাকছে। শুধু তাই নয়, ঢাকার অভিজাত তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে বিজয়ীরা উপভোগ করতে পারবেন একটি রোমান্টিক কাপল বুফে ডিনার।

এছাড়াও, নির্বাচিত আরও ১০ জন বিজয়ীর জন্য থাকছে মিশন গ্রিন বাংলাদেশ-এর সৌজন্যে বিশেষ পরিবেশবান্ধব উপহার। এই বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে ‘গো উইথ আশরাফুল আলম’-এর অফিসিয়াল ফেসবুক পেজ  (www.facebook.com/GowithAshrafulAlam/) অনুসরণ করতে হবে এবং যেকোনো ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে হবে। ক্যাম্পেইন চলবে ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। অংশগ্রহণকারীদের মধ্য থেকে র্যান্ডম পদ্ধতিতে ৫০ জন ফাইনালিস্ট বাছাই করা হবে এবং ঈদের দিন লাইভ লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আশরাফুল আলম বাংলাদেশের একজন খ্যাতনামা ট্রাভেল, অ্যাভিয়েশন ও পরিবেশ সচেতনতা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর, যিনি দেশ-বিদেশের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরছেন। তিনি মনে করেন, সাশ্রয়ী ভ্রমণের মাধ্যমে আরও বেশি মানুষকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনে উদ্বুদ্ধ করা সম্ভব। তাঁর প্ল্যাটফর্ম ‘গো উইথ আশরাফুল আলম’শুধু নতুন গন্তব্যের সন্ধানই দেয় না, বরং কিভাবে কম খরচে স্মরণীয় ভ্রমণ করা যায় তা নিয়েও মূল্যবান পরামর্শ প্রদান করে। তিনি বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে চান এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে দেশকে নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এই ইদে বিশেষ উপহার জয়ের সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ‘গো উইথ আশরাফুল আলম’ ফেসবুক পেজ ফলো করুন, অংশ নিন এবং বিজয়ী হবার সুযোগ গ্রহণ করুন। বিস্তারিত জানতে ও আপডেট পেতে গো উইথ আশরাফুল আলম-এর ফেসবুক পেজ ফলো করুন।


 

এনই

শেয়ার করুনঃ
Advertisement