বিনিয়োগ সম্মেলনে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

বিনিয়োগ সম্মেলনে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০২, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এসএম মাহবুবুল আলম।

এনই

শেয়ার করুনঃ
Advertisement