শুভ জন্মদিন গোলাম শাহরিয়ার কবীর: সাফল্যের শিখা হাতে আরও একবছর

Published : ০৮:৩৪, ১৫ এপ্রিল ২০২৫
দেশের ইলেকট্রনিক্স শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবীর আজ আরও একটি বছর পূর্ণ করলেন। কর্মজীবনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখা এই ব্যক্তিত্ব তার মেধা, পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
গোলাম শাহরিয়ার কবীর শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একাধারে একজন স্বপ্নদ্রষ্টা ও কর্মবীর। পারফেক্ট ইলেকট্রনিক্সকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত করার পেছনে রয়েছে তার অক্লান্ত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তা।
এর আগে তিনি দেশের প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দৈনিক প্রথম আলোর বিজনেস হেড হিসেবে তিনি সাংবাদিকতা ও ব্যবসায়িক ব্যবস্থাপনার এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন। এরপর মিনিস্টার মাইওয়ান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, যমুনা গ্রুপের ডিরেক্টর ও প্রাণ আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার হিসেবে তার দক্ষতা ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান।
গোলাম শাহরিয়ার কবীরের কর্মজীবনের এই দীর্ঘ ও সমৃদ্ধ পথচলা বহু তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সততা, একাগ্রতা ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।
তার হাত ধরে পারফেক্ট ইলেকট্রনিক্স আরও নতুন উচ্চতায় পৌঁছাক এবং দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। শুভ জন্মদিন, গোলাম শাহরিয়ার কবীর!
এনই