মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অ্যাম্বুলেন্স সেবায় ‘অ্যাম্বুফাস্ট’

Published : ১৮:৫৯, ২২ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অ্যাম্বুলেন্স সেবায় নতুন অধ্যায় সৃষ্টি করেছে ‘অ্যাম্বুফাস্ট’। কম খরচে অ্যাম্বুলেন্স সেবা, প্রবাসীদের জন্য ট্রান্সফার সার্ভিস ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়!
অত্যাধুনিক প্রযুক্তি, দ্রুত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে প্রতিষ্ঠানটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।
২৪ ঘণ্টা সেবা পাওয়া যাচ্ছে (09678911911)এই হটলাইনে। আরও সহজ যোগাযোগের জন্য চালু হয়েছে মেটা-ভেরিফাইড হোয়াটসএপ সাপোর্ট, যেখানে শুধু এক মেসেজেই করা যাচ্ছে বুকিং।
বিদেশে থাকা রোগীদের জন্য এয়ারপোর্ট-টু-হোম ট্রান্সফার, এই সুবিধা বিদেশে থাকা পরিবার এবং রোগীদের জন্য বাড়তি নিরাপত্তা ও মানসিক শান্তি দিচ্ছে।
‘অ্যাম্বুফাস্ট’ বিশ্বাস করে, জরুরি সেবা সকলের জন্য সহজলভ্য হওয়া উচিত। তাই প্রতিষ্ঠানটি খুবই ব্যয় সাশ্রয়ী রেট-এ অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে।
দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড় ও মরদেহ পরিবহনে মানবিক সহায়তা
‘অ্যাম্বুফাস্ট’-এর সিইও মেহেদী হাসান কিরন বলেন, ‘অ্যাম্বুফাস্ট’ শুধু একটি অ্যাম্বুলেন্স সার্ভিস না—এটি একটি সামাজিক দায়িত্ব। আমরা চাই,
প্রতিটি মানুষের জীবন বাঁচানোর সুযোগ থাকুক, সেটা অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর না করেই।”
এএম