যাত্রা শুরু করলো YSDI “স্কুল অফ প্রেজেন্টেশন”

Published : ১৫:১০, ২৩ এপ্রিল ২০২৫
টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, টিভি রিপোর্টিং, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকতার প্রফেশনাল কোর্স নিয়ে যাত্রা শুরু করলো YSDI- স্কুল অফ প্রেজেন্টেশন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজস্ব অফিসে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক, সাংবাদিকসহ মিডিয়া পার্সনদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে উদ্বোধন হয় YSDI- স্কুল অফ প্রেজেন্টেশনের।
ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট YSDI এর ট্রাস্টি ও জনপ্রিয় মডেল এবং পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম জানান, আপনি যে পেশায়ই থাকুন, দৈনন্দিন যেকোনো কাজে আপনাকে অনেক এগিয়ে রাখবে এই প্রফেশনাল কোর্সটি। আপনি কোথায় কী বলবেন; কোন পোশাক-পরিচ্ছদ পরবেন, কোন বডি ল্যাঙ্গুয়েজে আপনাকে স্মার্ট লাগবে; তা জানতেও ভূমিকা রাখবে প্রফেশনাল এই কোর্স।
YSDI- স্কুল অফ প্রেজেন্টেশনের ডিরেক্টর ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক রিশান মাহমুদ জানান,টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, টিভি রিপোর্টিং, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকতার মতো চালেঞ্জিং পেশায় আগ্রহীদের প্রস্তুত করার জন্য এ-টু-জেড জানিয়ে দক্ষ করে তুলবে প্রফেশনাল এই কোর্সটি।
দুই মাস মেয়াদি কোর্সটির মোট ১৬টি ক্লাস। সপ্তাহে দুটি ক্লাস শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীর পাশাপাশি কর্মজীবিরাও কোর্সটি করতে পারবেন। ক্লাসের পাশাপাশি থাকবে ফিল্ড ওয়ার্ক,এসাইনমেন্ট, কুইজ, বাংলা এবং ইংলিশ টাইপিং,স্ক্রিপ্ট রাইটিং, বাচিক এবং লাইভ অনুশীলন।
এছাড়াও আমাদের রয়েছে প্রফেশনাল স্টুডিও সেটআপ, যেখানে প্রফেশনাল অটোকিউ এর মাধ্যমে নিয়মিত অনুশীলন করতে পারবেন শিক্ষার্থীরা।
আগামী মাসেই শুরু হতে যাওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য থাকছে ২০% ডিস্কাউন্ট। আগ্রহীরা সরাসরি এই ০১৩২৯-৭১০৬৬৪ নম্বরে অথবা অফিসের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন, র্যাংন্স নাসিম স্কয়ার, ২৭৫/ডি, রোড# ২৭, এ ১১, ধানমন্ডি, ঢাকা।
বিডি/ও