ঢাকায় যাত্রা শুরু করলো শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট

ঢাকায় যাত্রা শুরু করলো শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক:

Published : ১৬:১৮, ৩০ এপ্রিল ২০২৫

শান্তা হোল্ডিংস তাদের ভবিষ্যৎভিত্তিক ভিশনের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড (SPML)। 

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত এই উদ্বোধনের মাধ্যমে শান্তা হোল্ডিংস ঢাকায় সম্পত্তি ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করল। আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই সম্পত্তির সম্পূর্ণ এবং পেশাদার পরিচর্যার প্রতিশ্রুতি নিয়ে SPML গড়ে উঠেছে, যার লক্ষ্য হলো ঢাকা শহরের প্রপার্টি ব্যবস্থাপনার মান ও অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

ঢাকার নগরচিত্র দ্রুত বদলে যাচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন আইকনিক উচ্চ ভবন ও প্রিমিয়াম আবাসন প্রকল্প। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পেশাদার ও সমন্বিত প্রপার্টি ব্যবস্থাপনার চাহিদাও পৌঁছেছে নতুন উচ্চতায়। ঠিক এই সময়ে, শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড (SPML) তাদের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছ। 

তাদের প্রধান উদ্দেশ্য, রেন্টাল  ব্যবস্থাপনা ও প্রপার্টি রক্ষণাবেক্ষণকে সহজতর করা এবং প্রতিটি সম্পত্তির সর্বোচ্চ মান নিশ্চিত করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করা।   

SPML তার মূল সেবাসমূহের মাধ্যমে আন্তর্জাতিক মানের ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, লিজ ও রেন্টাল পরিষেবা, এবং সেকেন্ডারি প্রপার্টি ক্রয়-বিক্রয়ের সমন্বিত সমাধান প্রদান করছে। এই বহুমাত্রিক সেবা অফারিংয়ের মাধ্যমে SPML দ্রুতই প্রপার্টির মালিক ও ভাড়াটিয়াদের জন্য একটি নির্ভরযোগ্য একক প্ল্যাটফর্মে পরিণত হবে। প্রতিষ্ঠানটির মূল প্রতিশ্রুতি, "Elevating Experiences" বা "উচ্চতর অভিজ্ঞতার নিশ্চয়তা", যা তাদের প্রতিটি সেবার প্রতিটি স্তরে প্রতিফলিত হবে। 

শান্তা হোল্ডিংসের কর্পোরেট প্রধান কার্যালয় ‘ফোরাম’-এ অনুষ্ঠিত হয় এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা সদস্যবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য  ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোনির উদ্দিন, পরিচালক সাইফ খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত এবং পরিচালক এম আনিসুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SPML-এর মহাব্যবস্থাপক মি. রেজাউর রহমান খান।   

SPML-এর আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে শান্তা হোল্ডিংস তাদের প্রতিশ্রুতি পুনরায় পুনর্ব্যক্ত করেছে। শুধু আইকনিক স্থাপনা নির্মাণ নয়, বরং সম্পূর্ণ ও পেশাদার প্রপার্টি পরিচর্যার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার অঙ্গীকারে শান্তা হোল্ডিংস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । বিস্তারিত জানতে ভিজিট করুন: shantapml.com। 
 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement