শেখ হাসিনার পতনে অনলাইনযোদ্ধা ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামালের কথা

শেখ হাসিনার পতনে অনলাইনযোদ্ধা ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামালের কথা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১১, ৮ সেপ্টেম্বর ২০২৪

যারা দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অনলাইনে জনমত গড়ে তুলেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন সুপরিচিত। তারা হলেন, ড. পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরওয়ার, শামসুল আলম, খালেদ মুহিউদ্দিন, জুলকারনাইন। 

এই কয়েকজনের পাশাপাশি আরও একজন নতুন বাংলাদেশের অনলাইন যোদ্ধা রয়েছে, তিনি  লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনীতি বিশ্লেষক, মানবাধিকারকর্মীদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার রাকিবুল  ইসলাম রাকিব। যিনি বাংলাদেশে থেকেই শেখ হাসিনা সরকারের আমলে কয়েকবার জেল খেটেছেন।

রাকিব জানান, তিনি অনেকবার জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন। তাকে আটক রেখে অনেক টাকা নেওয়া হয়েছে। মুচলেখা দিয়ে মুক্তি পেয়েছেন।  শুধু ফেসবুকে সরকারবিরোধী পোস্ট লেখার কারণে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। 

ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামাল আরও জানান, সবচেয় বড় বিষয় হচ্ছে বিদেশে গিয়ে নয়, দেশে থেকেও এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লেখালেখি করতেন তিনি।

এনই

শেয়ার করুনঃ
Advertisement