কুমিল্লায় কৃষি ডিপ্লোমাধারীদের নিয়ে লুমিনাসের ওরিয়েন্টেশন 

কুমিল্লায় কৃষি ডিপ্লোমাধারীদের নিয়ে লুমিনাসের ওরিয়েন্টেশন 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১১, ১৫ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লায় লুমিনাস মিরাকেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় লুমিনাস অ্যাগ্রো লিমিটেড ও পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর)  ক্যান্টনমেন্ট এলাকার মিয়ামি লেইজার স্পটে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন লুমিনাসের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, লুমিনাস অ্যাগ্রো লিমিটেডের কনসালটেন্ট কৃষিবিদ আব্দুর রশিদ, কৃষিবিদ আইউব মাহমুদ, কুমিল্লা সদর উপজেলা কৃষি অফিসার জুনায়েদ কবির খান প্রমুখ। 

কর্মশালায় জানানো হয়, মিরাকেল অ্যাগ্রো লিমিটেড সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব। বিশেষ করে মৃত্তিকা উন্নয়নের কাজে বেশ কার্যকর। যার ফলে মাটির স্বাস্থ্য ঠিক থাকবে। মিরাকেলের স্লোগান, ‘মাটি বাচাঁন, কৃষক বাচাঁন, দেশ বাচাঁন’।
মিরাকেলের পণ্য বিভিন্ন প্রকার অণু খাদ্যের সমন্বয়ে তৈরি।  এগুলো হলো, দস্তা, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, কপার, লৌহ ও অন্যান্য।

লুমিনাস মিরাকেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড যে-সব পণ্য নিয়ে কাজ করে সেগুলো হলো,  মিরাকেল গ্রোথ,  মিরাকেল ক্যাটেল গ্রোথ, মিরাকেল পোল্ট্রি গ্রোথ, মিরাকেল নিশিন্দা গ্রোথ, মিরাকেল পিজিআর, মিরাকেল ফিশফিড গ্রোথ।

কর্মশালায় জানানো হয়, মিরাকেল গ্রোথ ব্যবহারের যেসব সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো, 
১. ধানের জমিতে ইউরিয়া সারের পরিমাণ অর্ধেক লাগে।
২. মাটির পি এইচ নিয়ন্ত্রে থাকবে।
৩. ধান ফসলের উৎপাদন ২৫-৩০% বৃদ্ধি পাবে।
৪. ফসল দ্রুত পরিপক্ব হয় এবং দ্রুত হারভেস্ট সম্ভব হয়।
৫. স্বাদের পরিবর্তন হয় না।
৬. উৎপাদন খরচ কমবে এবং প্রতি বিঘাতে ধানের ফলন ৪-৫ মণ বাড়বে।
 

এনই

শেয়ার করুনঃ
Advertisement