ওশানের পাইপ-ফিটিংস-ট্যাংক নিয়ে ভোক্তার দোরগোড়ায় এনপলি

ওশানের পাইপ-ফিটিংস-ট্যাংক নিয়ে ভোক্তার দোরগোড়ায় এনপলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫২, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরে অন্যতম প্রতিষ্ঠান এনপলি গ্রুপ। দেশের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ও বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরে থানা ও ইউনিয়ন পর্যায় পাইপ-ফিটিংস ও ট্যাংক-এর পণ্য পৌঁছে দিতে আজ নতুন ব্র্যান্ড ‘ওশান’ উদ্বোধন করেছে। এই ব্র্যান্ডের পণ্য সমূহ হচ্ছে পাইপ ও ফিটিংস, ট্যাংক, ওয়াটার ট্যাপ, সল্ভেন্ট সিমেন্ট ইত্যাদি। এই অনাড়ম্বর অনুষ্ঠানটি এনপলি হাউজে সকল কর্মকর্তা নিয়ে উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে এনপলি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ বলেন, ‘দীর্ঘ ৩৭ বছরের পথচলা এই এনপলি গ্রুপ পাইপ-ফিটিংস সেক্টরে সকলের আস্থা ও নির্ভরতার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এখনো দেশের প্রান্তিক পর্যায় সকল থানা ও ইউনিয়নে পৌছাতে পারিনি। তাই আজ আমরা “ওশান” ব্র্যান্ড উদ্বোধন করেছি যা এই সেক্টরের প্রান্তিক পর্যায় চাহিদা মেটাবে। শুরুতে আমরা দেশের ৩০টি প্রান্তিক জেলাসমূহে এই ব্র্যান্ড নিয়ে আমাদের সেলস টিম তার কার্যক্রম চালাবে।’

এছাড়া এনপলি পিভিসি সেক্টরের সেলস ডিরেক্টর মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের নতুন ব্র্যান্ড ওশান অগ্রযাত্রা শুরু হল যা আমার উদ্দীপ্ত সেলস টিম এ নিয়ে বিশেষ আশাবাদী। আমরা শহর ও শিল্পাঞ্চলে শীর্ষস্থান দখল করে আসছি এবং সামনের দিনে থানা ও ইউনিয়ন পর্যায়ে ওশান ব্র্যান্ড নিয়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হবে।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজকের পক্ষ থেকে হেড অব মার্কেটিং রকিব আহমেদ, ব্রান্ড ম্যানেজার ফয়সাল হোসেন। এইচ আর জিএম মো. আলমাস হোসেন খান, সেলস টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ডি জি এম মাকবুল আহাম্মদ ও ইফতেখার সায়েম পারভেজ। এছাড়াও এ এইচ এম নাসির উদ্দিন, মো. সেলিম রানা, পীযূষ মণ্ডল, রাজিব কুমার বনিক ও অপারেশন এজিএম মো. নজরুল ইসলাম আরাফাত।

এনই

শেয়ার করুনঃ
Advertisement