প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন
Published : ০৩:০১, ৩ ডিসেম্বর ২০২৪
ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে দিনব্যাপী আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রকাশনার প্রতি উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (সিএসই)।
ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর তত্ত্বাবধানে জমজমাট এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ইভেন্ট ঘিরে বিভিন্ন ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।
আন্তঃবিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সমসাময়িক গবেষণা ও সৃজনশীল প্রকল্পগুলো প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় বুয়েট, খুলনা ভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম প্রেরণ করেন।
এই প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির খ্যাতনামা গবেষক প্রফেসর ড. গোলাম রবিউল আলম। বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফাবিহা মুকাররাম বিনতে মান্নান, অরুণ চন্দ্র রয় ও তৌসিফ আহমেদের গবেষণাকর্মটি প্রথম স্থান অধিকার করে। গবেষণাটির তত্ত্বাবধায়ক ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের লেকচারার প্রান্ত দেব।
উল্লেখ্য যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে তারা বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের সেরা শিক্ষকদেরকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত করছেন। এছাড়াও অত্যাধুনিক ইনোভেশন ল্যাবের মাধ্যমে সকল শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার পরিবেশ তৈরি করেছেন। ফলে শিক্ষার্থীরা নিত্যনতুন গবেষণাকার্য পরিচালনার সুযোগ পাচ্ছে।
এনই