শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা ‘এটিএস এক্সপো’

শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা ‘এটিএস এক্সপো’

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৯, ৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হল-৩ এ চলছে ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’ দেশের একক বৃহৎ শিল্পমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। এছাড়াও থাকবেন ওয়ালটন গ্রুপের ডিরেক্টররা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ‘এটিএস এক্সপো-২০২৪’ চলবে আগামী শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত। এটিএস এক্সপোতে ওয়ালটনের উৎপাদিত ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরা হবে।

আগামী শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এটিএস এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এনই

শেয়ার করুনঃ
Advertisement