টেকসই উন্নয়নে লুমিনাসের জৈব সার বাজারে

টেকসই উন্নয়নে লুমিনাসের জৈব সার বাজারে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৩, ৮ ডিসেম্বর ২০২৪

জলবায়ু পরিবর্তনের যুগে উন্নত দেশগুলো টেকসই উন্নয়নের দিকে ঝুঁকছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের দাবি অর্থনৈতিক চালিকাশক্তি কৃষির টেকসই উন্নয়নের দিকে সুপরিকল্পিত দৃষ্টিপাত। আর লুমিনাসের কৃষি পণ্য জৈব সার এতে কার্যকরি ভূমিকা পালন করবে।

কৃষি ব্যবস্থার টেকসই উন্নয়ন বলতে বোঝায় কৃষি পণ্যের গুণগতমান বজায় রেখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এ কারণে আধুনিক কৃষিতে জমির জীববৈচিত্র্য রক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। টেকসই কৃষিকাজের প্রযুক্তিগত পন্থাগুলো হলো জৈব কৃষি, জৈব চাষ, জমিতে জৈব সার প্রয়োগ, শস্য আবর্তন, মিশ্র শস্য ফলন ইত্যাদি।  

এনই

শেয়ার করুনঃ
Advertisement