কৃষি ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

কৃষি ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৪, ২০ ডিসেম্বর ২০২৪

ব্যাংকিং খাতে ২০২৩-২০২৪ আর্থিক বছরে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স সংগ্রহের জন্য রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে  কৃষি ব্যাংক। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ গ্রহণ করেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ১০টি ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়।

এনই

শেয়ার করুনঃ
Advertisement