১০ জানুয়ারির মধ্যে পণ্য বিষয়ে আপত্তি জানানোর অনুরোধ লুমিনাসের
Published : ০৬:১৪, ২৫ ডিসেম্বর ২০২৪
লুমিনাসের তৈরি কোনো পণ্য অবিক্রিত থাকলে কিংবা কোনো পণ্য ব্যবসায়ীরা আর বিক্রি করতে না চাইলে ২০২৫ সালের ১-১০ জানুয়ারির মধ্যে কোম্পানি বরাবরে জানানোর অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর)লুমিনাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শর্তসাপেক্ষে পণ্য তাৎক্ষণিক ফেরত নেওয়া হবে। এতে আরও বলঅ হয়েছে, কোনো ব্যবসায়ী বা ডিলারের কাছে ১০ জানুয়ারি পর্যন্ত যদি কোনো অবিক্রিত পণ্য থাকে, তাহলে কোম্পানির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে উল্লিখিত ১০ জানুয়ারির পর কোনো ডিলার অথবা লিডারের কোনো ধরনের অভিযোগ অনুরোধ বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
পণ্য সংক্রান্ত যে-কোনো বিষয়ে কোম্পানির ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, ডিরেক্টর মার্কেটিং ম্যাক মাসুদ, ডিরেক্টর ফিন্যান্স জাফরুল্লাহ পাটোয়ার ও ডিরেক্টর এডমিন আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে 01960473828 ও 01819567547 নম্বর মোবাইল ফোন ও www.luminousworldhba.com [email protected] ইমেইল এড্রেসেও যোগাযোগ করা যাবে। এছাড়া ডাক ও কুরিয়ার করা যাবে Apartment Unit No: 2-C (1st Floor) Gulshan Grace, Plot # 8, Road # South Avenue, Block-CWS (c), Gulshan-1, Dhaka-1212 এই ঠিকানায়।
এনই