বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘এনআরবি কনক্লেভ-২০২৪’ অনুষ্ঠিত
Published : ১১:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘এনআরবি কনক্লেভ-২০২৪’ সম্মেলন। রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজন পরিবেশনায় ছিল প্রাইম ব্যাংক, সঞ্চালনায় বিকাশ ও টিম গ্রুপ বিডি। ‘ট্রান্সফরমিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিটেন্স’ থিমের অধীনে এই সম্মেলনটি প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি ) জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির সহায়ক ভূমিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া ও কাঠামো প্রতিষ্ঠা করতে উদ্যোগী।
আয়োজনটি বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং এবং প্রযুক্তি ও উদ্ভাবন; এই চারটি স্তম্ভ নিয়ে সাজানো হয়েছে। এছাড়াও আলোচনায় প্রাধান্য পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময়কে উৎসাহ প্রদান এবং সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে অবদান রাখে এমন উদ্যোগগুলিতে প্রবাসীদের সম্পৃক্ত করা।
সম্মেলনটিতে তিনটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন, এবং একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করেন। সেশন গুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে। আয়োজনটিতে স্বাগত প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন। তিনি স্বাগত বক্তবে বলেন,”এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের' দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। আর্থিক রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
এছাড়াও সমাপনী প্রধান অতিথি হিসেবে আয়োজনটিতে অংশগ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে - তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। উন্নত তথ্য-প্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।”
আয়োজনটির প্রারম্ভিক বক্তবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের ভবিষ্যত কেবল তার অর্থনীতির শক্তিতে নয়, বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত রয়েছে। বিশ্বব্যাপী প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের পাশে নিয়ে আমরা উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।”
তিনটি কিনোট সেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, লুৎফে সিদ্দিকী সহ বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন। লুৎফী সিদ্দিকী “দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ” বিষয়ে বক্তৃতা প্রদান করেন। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, “বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত এবং প্রবাসী সম্পৃকতা বিষয়ে আলোচনা করেন এবং হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএই-এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল, সিআইপি ২০২৫(এনআরবি), একটি সেশন সঞ্চালনা করেন।”
প্যানেল আলোচনায় এনআরবি কনক্লেভের চারটি স্তম্ভ - বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং, প্রযুক্তি এবং উদ্ভাবন- প্রাধান্য পায়। প্যানেলগুলি প্রবাসী সম্পৃক্ততায় বাংলাদেশের ভবিষ্যত গতিপথ পরিচালনা এবং পরিকল্পনা করে। এর পাশাপাশি প্যানেলগুলিতে প্রবাসী সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশে দক্ষতা উন্নয়নে পুনর্নির্মাণ, উদীয়মান সেক্টরগুলিতে বিনিয়োগের সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির বৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা এবং বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করার মতো বিষয়াবলি আলোচিত হয়। এই আলোচনাগুলো হোয়াইট কলার প্রবাসী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এবং নীতিনির্ধারকদের দেশের প্রবৃদ্ধির গতিপথে প্রবাসীদের একীভূত করার সুযোগগুলি পর্যালোচনা করার জন্য একত্রিত করে।
কনক্লেভের অন্যতম একটি সেশন ছিলো এনওয়াইবিএসওয়াইএস এবং র্যাকসন ইউএস -এর সাথে ফিউচার সিটি কম্পিটিশন প্রজেক্টের উদ্বোধন। এই উদ্যোগটি রূপান্তরমূলক নগর উন্নয়ন প্রকল্পে প্রবাসীদের কে যুক্ত করার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির জন্যে শুরু করা হয়।
এনআরবি কনক্লেভ ২০২৪ এ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন, এডিশনাল সেক্রেটারি, ফাইন্যান্স ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মোশতাক আহমেদ, ফাউন্ডার ও সিইও, এনওউয়াইবিএসওউয়াইএস, ইউএসএ; সাজিদ রহমান, চেয়ারম্যান, বোর্ড ফাইন্যান্স কমিটি, আইসিএএনএন; ম্যানেজিং পার্টনার, মাইএশিয়াভিসি; মমিনুল ইসলাম, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি; জিয়া ইউ আহমেদ, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার্স বাংলাদেশ (ভিআইপিবি); ইয়াসির আজমান, সিইও, গ্রামীণফোন লি.; ড. সৈয়দ মুনতাসির মামুন, চিফ ইনোভেশন অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সিলভানা কিউ. সিনহা, ফাউন্ডার ও সিইও, প্রাভা হেলথ; ফয়েজ আহমদ তৈয়্যব, পলিসি এডভাইজর (আইসিটি কোঅর্ডিনেশন এন্ড রিফর্ম), আইসিটি ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; আরশাদ পারভেজ, ডিরেক্টর, প্রযুক্তি, ক্লাউড প্ল্যাটফর্ম এবং এআই, আসিয়ান, এশিয়া প্যাসিফিক, ওরাকল সিঙ্গাপুর; আশরাফ বিন তাজ, কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ পিএলসি; ড. সৈয়দ ফেরহাত আনোয়ার ভাইস চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি; ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, এশিয়া মার্কেটিং ফেডারেশন; আশিকুর রহমান, কনসালটেন্ট; ওয়ার্ল্ড ব্যাংক; ইউএসএ; প্রফেসর ইমরান রহমান, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এবং আরো অনেক।
প্রাইম ব্যাংক পিএলসির পরিবেশনায় এবং বিকাশ লিমিটেড ও টিম গ্রুপ বিডির সঞ্চালনায় আয়োজিত এনআরবি কনক্লেভ ২০২৪ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। নলেজ পার্টনার- মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; একাডেমিক পার্টনার- বিবিএফ একাডেমি; ইনোভেশন পার্টনার- বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ; পিআর পার্টনার- ব্যাকপেজ পিআর।
এনই