গাইবান্ধায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
Published : ১৮:৫৪, ৬ জানুয়ারি ২০২৫
গাইবান্ধায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।
আজ ৬ জানুয়ারি (সোমবার) দুপুরে গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত্বধানে জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক মাঠে শতাধিক শীতার্তদের মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রোকনউজ্জামান জয়, লেফটেন্যান্ট রিজভী আহমেদসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।
বিডি/এন