গাইবান্ধায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১

গাইবান্ধায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

Published : ১৮:৫৮, ৬ জানুয়ারি ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আত্মহত্যার প্ররোচনার দায়ে রিমু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইড় গ্রামের ছোলায়মান প্রধানের ছেলে বাবু মিয়া (৬০) স্থানীয় ফুটানি বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। কয়েকদিন আগে ফুটানি বাজারের বড় সাতাইল-বাতাইল গ্রামের রিমু মিয়ার গ্যারেজ থেকে ইজিবাইকের ব্যাটারি চুরি হয়। খোঁজাখুঁজি করে ওই ব্যাটারি না পেয়ে গত শনিবার বাজারের নৈশপ্রহরী বাবু মিয়াকে চুরির অপবাদ দেয় রিমু মিয়া। অপবাদ সইতে না পেয়ে বাবু মিয়া সন্ধ্যায় আত্মহত্যা করার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে বাবু মিয়ার মৃত্যু হয়।

নিহত বাবু মিয়ার পরিবার গোবিন্দগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় রিমু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement