টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়
Published : ১৫:০২, ৭ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। রোববার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তিনি এ মত বিনিময় সভা করেন।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এসময় নবাগত পুলিশ সুপার বলেছেন, আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজগুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকবো।
তিনি আরও বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
বিডি/এন