রংপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২
Published : ২২:২৮, ৭ জানুয়ারি ২০২৫
রংপুরে নাজমুল ইসলাম (৩২) ও সাইফুল ইসলাম ওরফে খোকন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাবের মাদক বিরোধী অভিযানে আজ র্যাব-১৩ এর একটি আভিযানিক দল মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ির মেঘনা ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার শুভপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম ওরফে খোকন ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বাগদুয়া রসুলপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে নাজমুল ইসলাম। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি/ও