টাঙ্গাইলে বাজারে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলে বাজারে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১০:০৬, ৮ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সা'দত বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে করটিয়া সা'দত বাজারের ব্যবসায়ী মেরাজের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান বেড়ে যাওয়ায় মুহুর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। 

প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টাব্যপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছু়ঁটে আসি। পরে ৩টি ইউনিটের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়টি তদন্তের পর জানা যাবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement