পিঠা-পুলির স্বাদ এনে দেয় যে লালীগুড়  

পিঠা-পুলির স্বাদ এনে দেয় যে লালীগুড়  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Published : ১৬:২৮, ৯ জানুয়ারি ২০২৫

শীত মৌসুমকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে লালী উৎপাদনের ধুম। আঁখের রস থেকে উৎপাদিত হচ্ছে সুস্বাদু রসালো গুড় লালী। পিঠা-পুলির সঙ্গে যার জুড়ি মিলে বেশ। লালীগুড় ছাড়া পিঠা-পুলির স্বাদ যেন অনেকটাই ফিঁকে রসনা বিলাসীদের জন্য। দউপজেলার বিভিন্ন গ্রামে ১০/১২ জন উদ্যোক্তা বছরের কার্তিক মাস থেকে ফাল্গুন পর্যন্ত ব্যস্ত সময় পার করে লালী উৎপাদনে। লালী উৎপাদনকে ঘিরে চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হেক্টর জমিতে আঁখের আবাদ হয়েছে। যার বেশীর ভাগ ব্যবহৃত হয় লালী উৎপাদনে। প্রথমে আঁখ সংগ্রহের পর সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে মাড়াই শেষে রস সংগ্রহ করা হয়। মাড়াইকৃত রস বড় পাত্রে আগুনের তাপে ৩/৪ ঘণ্টা জ্বাল দেয়ার পর তেরী হয় এই লালী গুড়। 

উদ্যোক্তা জামাল খান জানান, আমরা প্রতি বছরেই এই লালী তৈরির কাজ করি। লালী তৈরি করতে ৮-১০ কানি জমির প্রয়োজন হয়। যার ফলে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায়। ১ কানি জমির আঁখ দিয়ে ১৭/১৮ মন লালী তৈরী হয়। প্রতি লিটার লালী বিক্রী হয় ১৫০ টাকা দরে। নির্ভেজাল এবং স্বাদে ও গুনে অনন্য হওয়ায় জেলাসহ আশপাশ বিভিন্ন উপজেলা থেকে লালী কিনতে ছুঁটে আসেন ভোজন রসিকরা।  কৃষি অধিদপ্তর যদি আমাদের সহজ শর্তে কিছু ঋণ দেয় তাহলে আমরা এই পেশাকে ধরে রাখতে পারব।

উদ্যোক্তা তাজুল ইসলাম, আখঁ চাষ করার এক বছর পর ফলন হয়। আখেঁর ফলন আশার পর সেই আখঁ সংগ্রহ করে শুরু হয় লালী তৈরির কাজ। প্রথমে মহিষ দিয়ে আখঁ মারাই করে বের করা হয় আঁখের রস। সেই রস ২-৩ ঘণ্টা চুলায় জ্বাল দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু লালী গুড়। পরে এই লালী গুড় জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে কিনে নিয়ে যান বিভিন্ন পিঠা পুলির সঙ্গে  খাওয়ার জন্য।

বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা জানান, বাজার থেকে লালী গুড় কিনতে গেলে ভালো পাওয়া যায় না। তবে সনাতন পদ্ধতিতে তৈরি করা লালী গুড়ের মান অনেক ভালো এবং স্বাস্থ্য সম্মত। তাই এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন খেতে আসছে সেই পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছে। শীতের দিনে বিভিন্ন পিঠা পুলির সঙ্গে  এর রস দিয়ে খেতে সুস্বাদু লাগে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুইকোটি টাকার লালী গুড় কেনা বেচার হবে। লালীর উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণসহ আাঁখের নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ।
 

এনই

শেয়ার করুনঃ
Advertisement