গুইমারায় চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

গুইমারায় চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

Published : ১৯:৩৭, ৯ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস (সংস্কার) এর দুই সক্রিয় সদস্যকে চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডাক্তারটিলা এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃত মনজুর আলম (২১) সে উপজেলার কলাবাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে। জসিম ত্রিপুরা  প্রকাশ রুবেল ত্রিপুরা (২০) সে ফেরকুমা কারবারি পাড়া এলাকার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মিক্যাম্পের সার্জেন্ট মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে উপজেলার ডাক্তারপাড়া এলাকায় চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ জেএসএস সংস্কারের দুই সক্রিয় সদস্যকে আটক করে যৌথবাহিনী।

এসময় তাদের সঙ্গে থাকা ১টি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ২টি এন্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ২টি হাতঘড়ি ও নগদ ১,৮৬৮ টাকা উদ্ধারসহ করা হয়।

গুইমারা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, আটককৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সদস্য। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ  প্রক্রিয়াধীন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement