মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

Published : ০০:১৭, ১০ জানুয়ারি ২০২৫

ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালের দিকে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া

এ উপলক্ষে বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবলপ্রেমী। কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে যায় মাঠ প্রাঙ্গন। অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে- মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড একাদশ ও ৫নং ওয়ার্ড একাদশ।

বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য। দেশী আর বিদেশী ফুটবলারদের মিশ্রণে দলদুটি দর্শকদের গোছালো খেলা উপহার দেয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৯নং ওয়ার্ড একাদশ ৫নং ওয়ার্ড একাদশকে ৯-৮ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন  হওয়ার চুড়ান্ত লক্ষে পৌঁছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি বাহাদুর খান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক ও জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে ৯নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় আব্দুল কাইয়ুম । ৯নং ওয়ার্ড একাদশের সেরা গোলকিপার নির্বাচিত হয় সুমন, সেরা গোলদাতা ৯নং ওয়ার্ড একাদশের আসাদ ভুইয়া এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ৫নং ওয়ার্ড একাদশের সিংসে মারমা।

পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি প্রাইজমানি বিতরণ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন প্রমুখ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement