গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি:

Published : ১৪:১০, ১০ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক শিক্ষার্থী।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।

নিহতরা হলো- মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর শিক্ষার্থী মারুফ শেখ (১৪) এবং একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমীর নবম শ্রেণীর ছাত্র বাঁধন ফকির (১৪)।

(ওসি) মীর সাজেদুর রহমান জানান, সকালে মোটরসাইকেলে করে ৩ বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ৩ জনই মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই বন্ধু শিক্ষার্থী মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতের পরিচয় এখেনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বালেন, সড়ক দূর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই মারুফ শেখ ও বুলবুল ফকির মারা যায়। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement