রঙিন ফুলকপিতে রঙিন ফসলের ক্ষেত

Published : ১৩:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
জমিজুড়ে হলুদ, বেগুনি, সবুজ ও সাদা রঙের ফুলকপি সমাহার। এ যেন রঙিন ফুলকপির বাগিচা। এমনি একটি ফুলকপির জমি চাষ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের সৌখিন চাষি প্রবাস ফেরত লিটন মিয়া। গত বছর ভালো ফলন ও লাভজনক হওয়ায় তিনি দ্বিতীয়বারের মতো এই রঙিন ফুলকপি চাষ করেছেন।
পাশাপাশি লিটন মিয়ার জমিতে বেগুনি ও সবুজ রঙের বাঁধাকপিও রয়েছে। বাহারি রঙের এ সব ফুলকপি দেখতে ও ক্রয় করতে প্রতিদিনই আশপাশের এলাকার মানুষ ভিড় করছে তার জমিতে।
লিটন মিয়া জানান, প্রতিদিনই ৯০ থেকে ১০০ ফুলকপি হারভেস্ট করে স্থানীয় বাজারে বিক্রি করছেন তিনি। এছাড়া বিভিন্ন জায়গা থেকে পাইকাররাও আসছেন তার এই রঙিন ফুলকপি কিনতে। প্রতি পিস ফুলকপি পাইকারি বাজারে ৫০ টাকা আর স্থানীয় বাজারে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই কপিগুলো সুস্বাদু ও পুষ্টিগুণ বেশি থাকাই এর চাহিদা বেড়েছে বাজারে।
কৃষক লিটন মিয়া জানান, শখের বসে গত বছর ২০ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছিলেন। তবে এই রঙিন ফুলকপির চাহিদা ও ভালো লাভজনক হওয়ায় এবছর ৩৫শতক জমিতে চাষ করেছেন। আশা করছেন, প্রায় ৭০-৮০ হাজার টাকার ফুলকপি বিক্রি হবে এই বছর।
এ ব্যাপারে কসবা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, সৌখিন কৃষক লিটন মিয়াকে প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
এনই