নারায়ণগঞ্জে নারী-শিশুর খণ্ডিত ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নারী-শিশুর খণ্ডিত ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

Published : ১৫:২৫, ১১ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ড-বিখণ্ড ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement