৬০ লাখ টাকা নিয়ে সন্তানসহ প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

Published : ১৯:১৪, ১২ এপ্রিল ২০২৫
বিদেশ থেকে স্বামীর পাঠানো ৬০ লক্ষাধিক টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ এক সন্তানসহ প্রেমিক আব্দুল কাদের নামে যুবকের সঙ্গে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী।
স্ত্রী ও পুত্রকে পাওয়ার আশায় টুটুল মিয়া বিদেশ থেকে দেশে ফিরে তাদের উদ্ধারের জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন। মামলা হওয়ার ২৯ দিনেও পুলিশ তাদের কোন হদিস করতে পারেনি। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
টুটুল মিয়া জানান, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নরদানা গ্রামে। প্রায় ১০ বছর পূর্বে একই উপজেলার মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সালমা আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের এক পুত্র সন্তান হয়।
পরিবারের খরচ যোগাতে স্ত্রী পুত্রকে বাড়িতে রেখে তিনি সৌদি আরবে চলে যান। বিদেশ থেকে এ পর্যন্ত তার স্ত্রীর নামে ব্যাংকে ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠান।
এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠান। তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী সালমা আক্তার নরদানা গ্রামের জয়নাল মিয়ার ছেলে বখাটে আব্দুল কাদের মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
বিদেশ থেকে পাঠানো তার সমস্ত টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী সালমা আক্তার শ্বশুর ছানোয়ার হোসেন, শ্বশুরী লাখী বেগম ও শালক ইমনের সহযোগিতায় শ্বশুর বাড়িতে পাকা ঘর, জমি ক্রয় ও শালককে প্রায় ২০ লাখ টাকার বিনিময়ে আনসার ব্যাটালিয়ানে চাকরি দেন।
তিনি আরো বলেন, একইভাবে তার পাঠানো টাকা দিয়ে প্রেমিক আব্দুল কাদের মিয়ার বাড়িতে পাকা ঘরসহ তাকে বরাটী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন। কৌশলে তার জমানো সব টাকা নেওয়া শেষ হলে ৫ বছরের পুত্র সন্তান সালমানকে নিয়ে গত ১৮ মার্চ সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরকে নিয়ে পালিয়ে যায়।
তিনি বিদেশ থাকায় তার বোন তাসলিমা আক্তার বাদী হয়ে উল্লেখিত অভিযুক্তদের আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ২৯ দিন পার হলেও পুলিশ তার স্ত্রী সালমা আক্তার, ৫ বছরের শিশুপুত্র সালমানকে উদ্ধার করতে পারেনি। এছাড়া প্রেমিক প্রতারক আব্দুল কাদেরকে গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি চুরি করে নিয়ে যাওয়া ৬০ লক্ষাধিক টাকাসহ স্বর্নালংকার।
স্থানীয়রা জানায়, টুটুল মিয়ার বিদেশ থেকে পাঠানো প্রায় ৬০ লক্ষাধিক টাকা ও বিপুল পরিমান স্বনালংকারসহ ৫ বছরের শিশু পুত্রকে নিয়ে টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে উদাও হয়ে গেছে। ঘটনার প্রায় এক মাস পার হলেও তাদের কোন হদিস মিলছে না।
মামলার বাদী তাসলিমা আক্তার বলেন, আমার ভাই বিদেশ থাকায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমার ভাইয়ের প্রায় ৬০ লাখ টাকা, বিপুর পরিমান স্বর্নারংকার ও ৫ বছরের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী সালমা আক্তার প্রেমিক আব্দুর কাদেরের সঙ্গে পালিয়ে গেছে। স্ত্রী ও শিশু পুত্রের শোকে ভাই এখন দেশে এসেছে। আমরা পুলিশের কাছে ন্যায় বিচার দাবি করছি।
পালিয়ে যাওয়া প্রেমিক আব্দুল কাদের ও প্রেমিকা এক সন্তানের জননী সালমা আক্তারের মোবাইলে ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ওসি মোশারফ হোসেন বলেন, থানায় অভিযোগ হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
বিডি/ও