টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন

Published : ১২:২২, ১৪ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসেবা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জনসেবা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাজে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শিহাব রায়হান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জনসেবা চত্বরে গ্রাম বাংলার সাপের ও বানরের খেলা প্রদর্শন করানো হয়। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়। পরে সেখানে দেশত্ববোধক গান, নৃত্য প্ররিবেশন করা হয়।
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, বাঙালী এ উৎসব আমাদের খুব ভালো লাগে। প্রতিবছরই এমন আয়োজন করা হবে প্রত্যাশা করছি।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নর্ববর্ষকে ঘিরে প্রতিটি থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি উৎযাপন করতে পারে, এ লক্ষে সকল প্রস্ততি নেয়া হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় সম্মৃদ্ধ ও সংস্কৃতি এবং ঐতিহ্যকে। এ দিবসটি পালনের মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতির প্রতি আরো শ্রদ্ধাশীল হবো। আমরা আরো ঐক্যবদ্ধ হবো।
বিডি/ও