টাঙ্গাইলে মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলে মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৬:৩৯, ১৫ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবি করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে বিক্ষুব্ধরা ওই বাড়ির ৪টি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশঙ্কজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শনিবার ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের হয় এবং ওই রাতে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে সোমবার বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। 

মানববন্ধনে এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। অগ্নি সংযোগের সময় ওই বাড়ির নারী ও কয়েকজন শিশু অবস্থান করছিলেন। তবে তারা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, পুলিশ-সেনাবাহিনীর যৌথ অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement