লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

Published : ১৭:২১, ১৬ এপ্রিল ২০২৫

৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ঝুমুর ইলিশ চত্বরে বিক্ষোভ করেন।

এতে ঢাকা-চট্টগ্রাম রুটসহ আভ্যন্তরীণ সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের কবলে পড়ে সড়কে চলাচলকারী যাত্রীরা। দুপুর ১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
 
শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬টি দাবি জানান শিক্ষার্থীরা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement