ঠাকুরগাঁওয়ে যুবদলের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প 

ঠাকুরগাঁওয়ে যুবদলের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

Published : ১৩:২১, ১৮ এপ্রিল ২০২৫

সুন্দর এবং স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন পৌর এলাকার বি. আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ঠাকুরগাঁও জেলা শাখার সহযোগিতায় ঠাকুরগাঁও-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জিক্যাল চিকিৎসক ডা. শিহাব শাহরিয়ার-মুক্তার নেতৃত্বে বিভিন্ন রোগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৭ শতাধিক রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পে চিকিৎসা দিতে আসা ডাক্তার ও চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানান।  

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement