দুধ দিচ্ছে ১৫ দিনের বাছুর!

দুধ দিচ্ছে ১৫ দিনের বাছুর!

বগুড়া প্রতিনিধি:

Published : ১৬:১০, ২৬ এপ্রিল ২০২৫

বগুড়ার শেরপুরের পল্লীতে প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে ১৫ দিনের একটি বাছুর। ঘটনাটি উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের।

এলাকাবাসী জানান, কয়েরখালী পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের গাভী ১৫ দিন আগে একটি বাছুর জন্ম দেয়। কয়েকদিন ধরে বাছুরটির ওলান বড় হতে দেখা যায়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাছুরটি দুধ দিতে শুরু করে।

এটি সকালে ও বিকেলে মিলে আধা লিটার দুধ দিচ্ছে। এই ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ বাছুরটিকে দেখতে আসছেন।

গরুর মালিক হাবিবুর রহমান বলেন, গত ২ মাস আগে গাভীটি বাজার থেকে কিনে আনি। কিনে আনার দেড় মাস পর গাভিটি গত ১৫ দিন আগে বাচ্চা দেয়।

শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ মো. কাযমীর রহমান বলেন, এ ধরনের ঘটনা অস্বাভাবিক। সাধারণত বাছুর কখনোই দুধ দেয় না, তবে এটি হরমোনজনিত কারণে হতে পারে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement