ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১২:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের করায় বাংলাদেশী নাগরিকরা একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে স্থানীয় গ্রামবাসী ঘাস কাটতে গেলে ২ জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য (বিএএসএফ) তাদের ধাওয়া করে। সীমান্তের ৩৩৪ নং পিলার এলাকায় একজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায়  গ্রামবাসী তাকে আটক করে। পরে বিজিবি তাকে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়।

আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। তিনি বিএসএফ কন্সটেবল পদে কর্মরত আছেন।

এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ২/১ জন কৃষক সীমান্তের কাছাকাছি ঘাস কাটতে গেলে ২ বিএসএফ সদস্য তাদের ধাওয়া করতে এসে গ্রামে ঢুকে পরে। সে সময় গ্রামবাসী একজনকে আটক করে। অন্যজন পালিয়ে যায়।

বিকালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের মাধ্যমে ওই বিএ্রসএফ সদস্যকে ফেরত দেয় বিজিবি।

৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২শ গজের ভিতরে চলে এসেছিলো বিএসএফ। দুপুরে বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement