হিলিতে বেড়েছে মাছের কদর, নেপথ্য কারণ কী

হিলিতে বেড়েছে মাছের কদর,  নেপথ্য কারণ কী

দিনাজপুর প্রতিনিধি

Published : ১৩:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে গেলো শনিবার (২১ সেপ্টেম্বর) যে সাইজের কাতল মাছ বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে। আর সেই সাইজের কাতল  শনিবার (২৮ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অন্যদিকে যে রুই মাছ ছিল ২৪০ টাকা কেজি,  শনিবার বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। একই ভাবে বেড়েছে পাঙ্গাসসহ সিলভারকাপ মাছের দামও।

ক্রেতারা বলছেন, হঠাৎ মাছের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এছাড়া নিম্নআয়ের মানুষেরা বলছেন, পাঙ্গাস মাছ ও সিলভারকার্প মাছের দামও। আর বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে শনিবার (২১ সেপ্টেম্বর) বাজারে মাছের সরবরাহ বেশি ছিল। তাই দাম কম ছিল। এ সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কমে গেছে। তাই দাম কিছুটা বেড়েছে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) হিলিবাজারে মাছ কিনতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শনিবার যে রুই মাছ ছিল ২৪০ টাকা কেজি । আজ (শনিবার) সেই রুই মাছ ছিল ২৮০ টাকা কেজি দরে। কেজিতে ৪০ টাকা বেড়েছে। একইভাবে বেড়েছে কাতল মাছের দামও। ১৮০ টাকা কেজি দরের কাতল বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।’

আরেক ক্রেতা মো. আজিজুল হক বলেন, ‘আমি নিম্নআয়ের মানুষ। পাঙ্গাস মাছ ও সিলভারকার্প মাছ কিনি। সেই পাঙ্গাস ও সিলভারকার্প মাছের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা। গত শনিবার ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পাঙ্গাস মাছ আজ (শনিবার) বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।’ 

মাছ বিক্রেতা মো. আব্দুল কুদ্দুস ঢাকা বিজনেসকে বলেন, ‘গেলো শনিবার বাজারে মাছের সরবরাহ বেশি ছিল। তাই দাম কম ছিল। এই সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কমে গেছে। তাই দামও কিছুটা বেড়েছে।’

আব্দুল কুদ্দুস আরও বলেন, ‘গত শনিবার প্রতিকেজি কাতল মাছ পাইকারি ১৭০ টাকা দরে কিনে ১৮০ টাকায় বিক্রি করি। আর আজ পাইকারি কিনতেই পড়ছে ১৮০ থেকে ১৯০ টাকা। আর বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে। এভাবে সব ধরনের মাছের দাম পাইকারি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’

এনই

শেয়ার করুনঃ
Advertisement