রংপুরে সবজির চড়া দামে হতাশ নিম্নআয়ের ক্রেতারা

রংপুরে সবজির চড়া দামে হতাশ নিম্নআয়ের ক্রেতারা

রংপুর প্রতিনিধি:

Published : ১৬:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪

টানা ৪ দিনের বৃষ্টিতে রংপুরের শাক-সবজির বাজারে আগুন লেগেছে। সবজির চড়া মূল্যের আগুনে পকেট পুড়ছে ক্রেতাদের।

শীতের আগমনী বার্তার আগেই বাজারে শীতকালীন সবজির পসরা সাজিয়েছে রংপুরের ব্যবসায়ীরা। বাহারি রংয়ের সবজির আকাশছোঁয়া দামে শোভা পাচ্ছে বাজারের প্রতিটি দোকান। তবে হতাশার জালে বন্দি সাধারণ মানুষ।

লাল, সবুজ, হলুদ ক্যাপসিকামসহ সৌখিন সবজির পসরা যেন নজর কাড়ছে সবারই। নতুন সবজি বিক্রয় করা হচ্ছে, ১২০-২০০ টাকা কেজি দরে। 

আগাম সবজি চোখে পড়ায় নিম্ন-মধ্যবিত্তরা দাম শুনেই সরে গেলেও ক্রয় করতে দেখা গেছে বিত্তবানদের। 

রংপুর সিটি বাজারে আগাম শীতকালীন সবজির এমন দৃশ্যই চোখে পড়ে। নগরীর সিটি বাজারে সারি সারি প্রতিটি দোকানে সাজানো হয়েছে আগাম শীতকালীন বাহারি রংয়ের ক্যাপসিকাম, বিটরুট, গাজর, ফুলকপি, বাধাকপ, শিমসহ চলতি মৌসুমের বিভিন্ন সবজি। 

কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা, ফুলকপি ১২০-১৩০ টাকা, বাধাকপি ১০০-১১০ টাকা, ক্যাপসিকাম আকার ও জাতভেদে ৫৫০-৬০০ টাকা, গাজর ১৮০ টাকা, টমোটো ১৬০-১৮০ টাকা, শসা ৬০-৭৫ টাকা। 

মাহবুবুর রহমান নামে এক ক্রেতা বলেন, ‘আগাম শীতকালীন সবজি দেখেই রুচি হলো, দাম মূখ্য নয়। আয়ের সঙ্গে ব্যয় হবে, খেতে হবে। এজন্যই ২০০ টাকা কেজি দরে শিম, সঙ্গে ফুলকপি নেওয়া হলো। 

বাঙালির খাদ্য তালিকায় কিছু কিছু সবজি আছে মাছের সঙ্গে রান্না হলে বেশ মজাদার। সেই স্বাদ নিজে ও পরিবারের মুখে তুলে দিতেই দাম নিয়ে ভাবলাম না।’

অপরদিকে আগাম সবজির দাম শুনে হাত সরিয়ে নেয়া ক্রেতা মোতালেব বলেন, ‘রুই মাছ, ফুলকপি আর শিম দিয়া আনদিলে খুব স্বাদ নাগে। চোখোত পড়িল দাম শুনিয়্যা হাউতাম খানু।

শিম যদি ২০০ টাকা, ফুলকপি ১২০ টাকা হয়, মাছ কিনিম কি দিয়া আর বাকি খরচ করিম কি? এইজনতে এ্যালা নেওয়া খাবার নয়। আরও দিন গেইলে দামো কমবে, বাজারোত ভর্তি হইবে নতুন তকাই।’

আগাম সবজির দাম চড়া নিয়ে ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, শীত মৌসুমের আগেই সবজি বাজারে আসছে, এজন্যই দাম তুলনামূলক অনেক বেশি। সবজির চাহিদা সব শ্রেণির ক্রেতাদের নয়। এক শ্রেণির ক্রেতারা সবজি চড়া দামেও ক্রয় করে থাকে। 

এই ব্যবসায়ী আরও বলেন, এখনো বাজারে পর্যাপ্ত যোগান নেই, চাহিদাও কম। সবমিলিয়ে দামটা বেশি। শীতের সাথে সাথে সবজির উৎপাদন বাড়বে, তখন চাহিদা-যোগান সবমিলিয়ে দাম কমবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement