গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২
Published : ১৫:০৭, ১৫ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মো. মাহবুর মোল্যা (৩৫) ও বিদ্যুতপৃষ্ট হয়ে রহমত শেখ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বিচিত্র কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালেম্বরদী গ্রামের মৃত মোকাম্মেল মোল্যার ছেলে ও গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় কেরামত শেখের ছেলে রহমত শেখ।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাছের সাথে সাজোড়ে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক মো. মাহবুর মোল্যা মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বিচিত্র কুমার বিশ্বাস জানান, গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোনের চার্জারে বিদ্যুতের লাইন দিতে গেলে বিদ্যুতপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ (৩০)। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষনা করা হয়। নিহতের মরদেহ পরিবারের সদস্য গ্রামের বাড়ী মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী নিয়ে যায়।
বিডি/এন