টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপন
Published : ১৩:০৩, ১৬ ডিসেম্বর ২০২৪
যথাযোগ্য মর্যাদা টাঙ্গাইলে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের কর্মসুচি শুরু করা হয়। পরে জেলা স্মৃতিস্তম্ভে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনিতীবিদ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুস্পস্তবক অর্পন করে। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের ম্মরণে দোয়া করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবধান দেয়া হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যোনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বিডি/এন