গোপালগঞ্জে তেল ট্যাংকারের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে তেল ট্যাংকারের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ১৬:০১, ১৭ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে তেল ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নসিমন হেলপার বায়েজদ খান (১৪) নিহত হয়েছেন। এসময় ড্রাইভারসহ আহত হয় আরও ২জন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বায়েজিদ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মারুফ খানের ছেলে।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান,, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেল ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে নসিমনটি মহাসড়কের উপর ছিটকে পড়ে বায়েজিদ খানসহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে মারাত্মক আহত বায়েজিদকে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement