গোপালগঞ্জে প্রাক বড়দিন পালন
Published : ১৬:০৫, ১৭ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া আর্শিবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টার এর উদ্যোগে প্রাক বড়দিন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রাক বড়দিনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার উজ্জল বিশ্বাস। এসময় বার্নার্ড রায়, রেভা. নেলসন নীল রতন বিশ্বাস, রেভা. যোষেফ পান্ডে ও রেভা. ডেভিড রায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় দেড়শ’ শিক্ষার্থী ও চার্চের স্থানীয় সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, বিছানার চাঁদর, বালিশের কাভার ও মশারী এবং মানসম্মত দুপুরের খাবার বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিসংখ্যান অফিসার উজ্জল বিশ্বাস বলেন, বড় দিন হচ্ছে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান। এর আগে শিশু কিশোর ও কিশোরীদের নিয়ে প্রাক বড়দিন অনুষ্ঠান করা হয়। এসব অনুষ্ঠানে খাতা, বিছানার চাঁদর, বালিশের কাভার ও মশারী এবং মানসম্মত দুপুরের খাবার বিতরণ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে।
বিডি/এন