ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজট

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১০:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

ঘন কুয়াশায় যানবহনে ধীরগতি ও মধ্যরাতে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান জানান, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০ দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সড়কের ২ পাশে যানবাহন আটকা পড়ে। সেই থেকে যানজটের সৃষ্টি হয়। 

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানো হলেও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছেনা। ফলে সড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement