যে কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
Published : ১৩:১৪, ১৯ ডিসেম্বর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় যানবহনে ধীরগতি ও মধ্যরাতে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান জানান, রাত ১০ দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। সেই থেকে যানজটের সৃষ্টি হয়।
নান্নু খান আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানো হলেও ঘন কুয়াশার কারনে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে সড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
/নোমান/
এনই