শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইয়ের মৃত্যু
Published : ২৩:৩১, ২১ ডিসেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে মোঃ আনসার আলী (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মমিনটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনসার আলী ওই গ্রামের মৃত নিয়াসু মোহাম্মদের ছেলে। অভিযুক্ত চাচাতো শ্যালকের নামও আনছার আলী। তিনি একই গ্রামের ইসমত উদ্দীনের ছেলে।
এ ঘটনার পর শ্যালকের ছোট ভাই নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ শতক জমি নিয়ে ২ পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিসে আপোষ মীমাংসা করলেও সমাধান হয়নি।
বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে হালচাষের পর ভুট্টা রোপন করার চেষ্টা করছিল দুলাভাই আনসার আলী তার ছেলে এনামুল হক ও তার স্ত্রী সেকিধন।
এ সময় তাদের ভুট্রা রোপনে বাধা দেয় চাচাত শ্যালক আনসার আলী, তার ভাই নজরুল ইসলাম ও তাদের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শ্যালকের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দুলাভাই আনসার আলী।
প্রত্যক্ষদর্শীরা আহত আনসার আলীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধ শুরুর পর থেকেই বাবাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলো অপরপক্ষ। বৃহস্পতিবার সকালবেলা ভুট্টা লাগানোর সময় কেউ বাধা দিতে যায়নি।
দুপুরে হঠাৎ করেই লাঠিসোটা নিয়ে মামা ও তার লোকজন আমাদের উপর হামলা চালায়। বাবাকে লাঠি দিয়ে এলােপাথারী মারপিট করে হত্যা করে মামা আনছার আলী।
আমজানখোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মারা গেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় নজরুল ইসলাম নামে এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশ হেফাজতে দিয়েছে। নিহতের পরিবার এজাহার দিলে নজরুল ইসলামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বিডি/ও