টাঙ্গাইলে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
Published : ২২:০৪, ২২ ডিসেম্বর ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাটার, একটি কাঠের লাঠি, ২টি চাপাতি, একটি ছুরি, একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার চরবানিয়া গ্রামের গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল উত্তর পাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), একই জেলার ভূঞাপুর উপজেলার উত্তর চর বিহারী গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), একই উপজেলার হাট ফতেপুর গ্রামের মৃত একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), সিরাজকান্দি মাস্টার পাড়া গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮) ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুল্লা হিল কাফি (২০)।
দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
তারা বলেন, কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পশ্চিম পাশে রশিদ কমপ্লেক্সের আহাদ মটরের সামনে মহাসড়কের পাশে গতকাল রাতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল- এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এ সময় তাদের কাছ থেকে একটি কাটার, একটি কাঠের লাঠি, ২টি চাপাতি, একটি ছুরি , একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা কালিহাতী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।
পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রোববার বিকেলে টাঙ্গাইল আদালতে হাজিরা করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি মামলাসহ ডাকাতি মামলা রয়েছে।
বিডি/ও