এক বোয়ালেই ১৭ কেজি

এক বোয়ালেই ১৭ কেজি

রাজবাড়ী প্রতিনিধি

Published : ২৩:২২, ২২ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল। মাছটি ৪৪ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি কিনে নেন ।

জানা গেছে, দুপুরে কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলেন জেলে আফছার মোল্লা। দুপুর ২টার দিকে তার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে।

তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যান। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি দুই হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকায় মাছটি বিক্রির আশা করছি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement