৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক
Published : ২৩:২৯, ২২ ডিসেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারী ইয়াবা বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় রানীশংকৈল উপজেলার পাটগাঁও শিমুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে।
শিমু নামে একজন নারী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এদিকে পুেশের উপস্থিতি টের পেয়ে টের পেয়ে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়।
আটককৃত শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত মাদক কারবারি শিমু আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি/ও