টাঙ্গাইলে চলন্ত ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে এসআই’র মৃত্যু

টাঙ্গাইলে চলন্ত ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে এসআই’র মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

Published : ১৫:১১, ২৫ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় কাটা পড়ে আবু হানিফ নামে এক পুলিশের এসআইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ শহরে।

মৃতের পরিবার ও ঘারিন্দা রেলস্টেশন সূত্রে জানা যায়, চাকরি সূত্রে আবু হানিফ মঙ্গলবার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় যোগদান করেন। পরে তিনি ছুটি নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টশনে আসলে চলন্ত অবস্থায় তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এসময় তিনি ট্রেনে কাটা পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঘারিন্দা রেলস্টেশনের বুকিং ইনচার্জ সেলিম রেজা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement