গাইবান্ধায় বড়দিন উদযাপন

গাইবান্ধায় বড়দিন উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

Published : ১৭:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহোৎসবে প্রার্থনা, ধর্মীয় খৃস্ট সঙ্গীতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর (বুধবার) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্টসহ জেলার বিভিন্ন গির্জায় নানা কর্মসূচীর মাধ্যম দিবসটি উদযাপন করা হয়।

দিবসটির শুরুতে কেক কেটে বড়দিন উদযাপনের শুভ সূচনা করা হয়। এছাড়াও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশু ও অতিথিদের বিভিন্ন উপহার প্রদান করাসহ খৃস্ট সংগীতের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষ্যে আলোচনা সভায় যিশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement