ঠাকুরগাঁওয়ে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

Published : ১৮:৪১, ২৬ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে বেসরকারী সাহায্য সংস্থা আর্ণ এন লিভ’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভূল্লী বাজারে মিজানের মিল চাতালে কম্বল বিতরণ করা হয়।

বেসরকারী সাহায্য সংস্থা আর্ণ এন লিভ’র পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ইয়াসমিন জেসি এই কম্বল বিতরণের উদ্যোগ নেন।

সংস্থার ঠাকুরগাঁও জেলা কো-অডিনেটর বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভূল্লী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ও আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আর্ণ এন লিভ সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিকে ধন্যবাদ জানিয়ে জেসি মত সমাজের সকল বিত্তবান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারী-বেসরকারীভাবে শীত শুরুর সাথে সাথে সমাজের অসহায়, গরীব-হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলে তাদেরকে আর হাড় কাঁপুনি শীতে কাঁপতে হয় না। 

তাই সকলকেই শীতের আগে ভাগে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে গিয়ে দাঁড়ানোর অনুরোধ জানান তারা। প্রচন্ড শীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষেরা শীতবস্ত্র হাতে পেয়ে অনেক খুশি হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement