শেরপুরে কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেপ্তার
Published : ০০:২৩, ২৭ ডিসেম্বর ২০২৪
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছম আলীকে (৬৮) বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর।
কয়েদি ছম আলী শেরপুর সদর উপজেলার বড়ইতলা গ্রামের শরবেশ আলীর ছেলে। গ্রেপ্তার করা কয়েদিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জামালপুর কোম্পানির মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কয়েদি নং-৫০৫৮/এ, ছম আলী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া এলাকা থেকে হত্যা মামলার আসামি ছম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট বিকালে কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে হামলা চালায়। হামলাকারীরা স্থাপনার ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ বন্দিকে কারাগার থেকে পালাতে সহায়তা করে। এরপর থেকে কারাগার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সরবরাহ করা তালিকা ধরে পলাতক বন্দিদের গ্রেপ্তার অভিযানে নামে র্যাব।
বিডি/এন