ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস আর নেই

ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস আর নেই

ঠাকুরগাঁও প্রতিনিধি:

Published : ২২:২৮, ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের কলেজপাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাংবাদিক সহকর্মী ও সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঠাকুরগাঁও প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে দুপুর ১২ টায় প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর ডায়াবেটিকস হাসপাতাল মাঠে ২য়  জানাজা শেষে মুন্সিপাড়া  কবর স্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতের আত্বার মাগফেরাত কামনা করেন।

১৯৭৮ সালে যে কয়েকজন সংবাদকর্মীর ঐকান্তিক প্রচেষ্টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রতিষ্ঠা হয় তিনি ছিলেন তাদের একজন।

তিনি দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তর বাংলা, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর ও ইংরেজি পত্রিকা ইন্ডেপেন্ডেন্ট পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement